Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পটভূমি

          প্রাচীনকালে ভান্ডারিয়া উপজেলায় প্রচুর পরিমাণে ধানসহ অন্যান্য ফসল উৎপন্ন হতো। তাই ভান্ডারিয়াকে শস্যের ভান্ডার বলা হতো। কালক্রমে শস্যের ভান্ডার বিবর্তন হতে হতে ভান্ডারিয়া নামে রূপামত্মরিত হয়েছে। এছাড়া জনশ্রম্নতি আছে যে, জনৈক ভান্ডারি নামে এক দরবেশ অত্র এলাকায় এসেছিলেন ধর্ম প্রচারের জন্য তাঁর নাম অনুসারে ভান্ডারিয়া নামে রূপামত্মরিত হয়েছে। তাছাড়া অত্র এলাকা চন্দ্রদ্বীপ রাজার আওতাধীন ছিল এবং এখানে প্রচুর ফসল জন্মাত বলে চন্দ্রদ্বীপের রাজাগণ শস্যের ভান্ডার নামে আখ্যায়িত করেছিলেন, যা কালক্রমে ‘ভান্ডারিয়া’ নাম ধারণ করে।