Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভাণ্ডারিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১ (এক) জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখঃ ১৮/০৯/২০১৪ ইং।
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ভাণ্ডারিয়া, পিরোজপুর।

 

স্মারক নং- ০৫.১০.৭৯১৪.০০৬.১৮.০৫৮.১৩-

তারিখঃ

১৩ ণ্ডাদ্র, ১৪২১ বঙ্গাব্দ

২৮ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি

পিরোজপুর জেলাধীন ভাণ্ডারিয়া উপজেলার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সহকারী শিক্ষকের শূন্য পদে ১ (এক) জন শিক্ষিকা নিয়োগ করা হবে। স্বহসেত্ম আবেদনপত্র লিখে আগামী ১৮/০৯/২০১৪ খিঃ তারিখের মধ্যে সণ্ডাপতি, ভাণ্ডারিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার, ভাণ্ডারিয়া, পিরোজপুর বরাবর দাখিল করতে হবে।

 

ক্রমিক নং

পদের নাম

বেতন

বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা

    ১

সহকারী শিক্ষক

ক) প্রশিক্ষণপ্রাপ্ত

বেতন স্কেল : টাকা ৪৯০০-২৯০x৭-৬৯৩০-ইবি-৩২০x১১-১০৪৫০/-

(জাতীয় বেতনস্কেল ২০০৯ অনুযায়ী)

খ) প্রশিক্ষণবিহীন

বেতন স্কেল : টাকা ৪৭০০-২৬৫x৭-৬৫৫৫-ইবি-২৯০x১১-৯৭৪৫/-

(জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী)

১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যার ক্ষিত্রে সর্বোচ্চ ৩২ বছর)

কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমামানের পরীক্ষয় কমপক্ষি২য় বিণ্ডাগ/ নূন্যতম জিপিএ ২ সহ উত্তীর্ণ অথবা সমমানের পরীক্ষয় উত্তীর্ণ।

শর্তাবলীঃ

১। আবেদনকারী ভাণ্ডারিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। একটি খামে একজন প্রার্থীর আবেদনপত্র জমা দিতে হবে।

৩। চাকরিরত প্রার্থীদের যাথাযথ কর্তৃপক্ষির মাধ্যমে আবেদন করতে হবে।

৪। আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

৫। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/ কন্যা এবং পুত্র/ কন্যার পুত্র/ কন্যা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে পারবেন। তবে খামের উপর কোটার নাম উলেস্নখ করতে হবে।

৬। আবেদনপত্রের সাথে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট ‘উপজেলা নির্বাহী অফিসার, ভাণ্ডারিয়া, পিরোজপুর’ এর অনুকুলে দাখিল করতে হবে।

৭। ৩১/০৮/২০১৪ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর হবে।
৮। নির্ধারিত আবেদনপত্র ও প্রবেশপত্র প্রার্থীকে স্বহসেত্ম পূরণ করতে হবে।

৯। আবেদনপত্র ও প্রবেশপত্রের স্বাক্ষরের স্থানে প্রার্থীর স্বহসেত্ম স্বাক্ষর না থাকলে আবেদনপত্র বাতিল হলে গণ্য হবে।
১০। এছাড়া অসত্য/ ভূয়া/ ক্রটিপূর্ণ/ অসস্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যাতিরেকে বাতিল করা হবে।

১১। আবেদনপত্রের সাথে নিমণবর্ণিত কাগজ-পত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

(ক) সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ৪ (চার) কপি রঙিন ছবি (অভিন্ন) আবেদনপত্রে ১টি ও প্রবেশপত্রে ১টি ছবি আঠা দিয়ে লাগাতে হবে।

(খ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/ সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

(গ) সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

(ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষিত্রে সরকারের সর্বশেষ সিদ্ধামত্ম অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সমত্মানের পিতা/ মাতা অথবা পিতা/ মাতার পিতা/মাতা- এর মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

(ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উলেস্নখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক  প্রদত্ত প্রত্যয়নপত্র।

(চ) এতিম প্রার্থীর ক্ষিত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রিকৃত এতিমখানা/ শিশু সদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(ছ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষিত্রে উপযুক্ত কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত সনদপত্র।

(জ) পোষ্য প্রার্থীদের ক্ষিত্রে সংশিস্নষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সদ্য (৩১ আগস্ট, ২০১৪ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পোষ্য সনদপত্র।
(ঝ) আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য  প্রার্থীদের ক্ষিত্রে সংশিস্নষ্ট প্রার্থী আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র।

১২। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষির বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। তবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কাগজ-পত্র ফেরতযোগ্য নয়।

 

যোগাযোগের ঠিকানা

সভাপতি

ভাণ্ডারিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি

উপজেলা নির্বাহী অফিসার

ভাণ্ডারিয়া, পিরোজপুর।

Attachments
Publish Date
10/04/2014