ভাণ্ডারিয়া দক্ষিনাঞ্চলের একাট অন্যতম বানিজ্য কেন্দ্র। এই এলাকায় প্রচুর ধান উৎপাদিত হয়। এ অঞ্চলের চাহিদা মেটানোর পরে প্রচুর পরিমানে ধান সড়ক ও নদীপথে দেশের বিভিন্ন স্থানে চালান করা হয়। এ অঞ্চল সামদ্রিক মাৎস সম্পদে সমৃদ্ধ। এ অঞ্চলের নদীতে প্রচুর পরিমানে ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়ে। স্থানীয় চাহিদা মেটানোর পর প্রচুর পরিমানে মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মাছের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গুলো পাইকারী বাজার এবং কোল্ডস্টোরেজ। মৎস্য আহরন ও বিপণনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস