সড়ক পথে-
ঢাকাঃ ঢাকা- মাওয়া রুটে পদ্মা নদী, মাওয়া ফেরী পার হয়ে ঢাকা -গৌরনদী, শরীয়তপুর, বরিশালের মধ্য দিয়ে ঝালকাঠী জেলা হয়ে ভাণ্ডারিয়া উপজেলা। ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে বরিশাল হয়ে (250 কি: মি:)ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এ ভান্ডারিয়া উপজেলা।
ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে আরিচা হয়ে (300 কি: মি:) ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এ ভান্ডারিয়া উপজেলা।
নদী পথে-
ঢাকার সদর ঘাট থেকে লঞ্চ অথবা জাহাজযোগে (300 কি: মি:) পদ্মা নদী হয়ে ভান্ডারিয়া উপজেলা।
কচা নদী পথে ভান্ডারিয়া উপজেলায় মালামাল পরিবহন করা যায়।
বিঃদ্রঃ-রেল পথে দেবিদ্বার উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস